ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলের নতুন ওসি শামীম অর রশীদ তালুকদার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
শ্রীমঙ্গলের নতুন ওসি শামীম অর রশীদ তালুকদার

মৌলভীবাজার: চায়ের রাজধানী হিসেবে শ্রীমঙ্গল উপজেলার গুরুত্ব অগ্রগণ্য। এ গুরুত্বপূর্ণ উপজেলায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে শ্রীমঙ্গল থানায় যোগদান করেছেন মো. শামীম অর রশীদ তালুকদার।



সম্প্রতি তিনি শ্রীমঙ্গল থানার ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বাংলাদেশ পুলিশ বাহিনীতে ১৯৯১ সালে যোগদান করেন এই পুলিশ কর্মকর্তা।  

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধীনস্থ আদাবর থানা, দক্ষিণখান থানা, চকবাজার থানা এবং তেজগাঁও থানায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

মৌলভীবাজার জেলার পুলিশ সুপার কার্যালয়ে বদলি হওয়া শ্রীমঙ্গল থানার ওসি মো. আব্দুছ ছালেক উনাকে দায়িত্বভার বুঝিয়ে দেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) ওসি মো. শামীম অর রশীদ তালুকদার বাংলানিউজকে বলেন, বিপদগ্রস্ত মানুষ যেন শ্রীমঙ্গল থানা এসে সুবিচার পায় সেটার গুরুত্ব আমি দেবো। এছাড়াও শুধু থানা নয়, রাস্তাঘাটে নিরীহ মানুষ যেন নিরাপদে চলতে পারেন সেটিও আমি নিশ্চিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো।   

এছাড়াও তিনি শ্রীমঙ্গল থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি শ্রীমঙ্গলকে মাদকমুক্ত রাখতে কাজ করে যাবেন বলে জানান।  

এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

ওসি মো. শামীম অর রশীদ তালুকদার টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নে আব্দুল মোতালেব তালুকদারের সন্তান।  

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।