ঢাকা: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য দুটি মিশরীয় বোয়িং ৭৭৭-২০০ উড়োজাহাজ লিজ নেওয়ায় অনিয়মে অভিযুক্তদের সংসদীয় কমিটির আগামী বৈঠকে উপস্থিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়ে ৷
বুধবার (৮ সেপ্টেম্বর) কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময়, সৈয়দা রুবিনা আক্তার এবং কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।
এছাড়া এদিন ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল-২০২১’ সম্পর্কে প্রয়োজনীয় সংশোধন সাপেক্ষে কমিটি আগামী বৈঠকে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেন কমিটির সদস্যরা।
বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় ২০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এসকে/এমএমজেড