সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিপুর উপজেলার সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র শহীদ সিরাজ (নীলাদ্রি) লেকে গোসল করতে গিয়ে রাগীব আলী (২২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
রাগীব মিরপুরের কাজিপাড়া এলাকার প্রবাসী ফরহাদ আহমদের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ভোরে তাহিরপুর সদর ঘাট থেকে ১০ জন বন্ধুসহ রাগীব ইঞ্জিন চালিত নৌকায় করে তাহিরপুর উপজেলার টাঙ্গুয়া হাওর ভ্রমণ শেষে নীলাদ্রি লেকে যান। সেখানে সবাই গোসল করতে নামেন। গোসল শেষে বন্ধুরা তীরে উঠলেও রাগীব নিখোঁজ হন। তার অনুপস্থিতি টের পেয়ে সঙ্গীরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে স্থানীয়দের সহযোগিতায় কোণা জাল ফেলে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
এ অবস্থায় রাগীবকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ (তরফদার) জানান, টেকেরঘাট নীলাদ্রি লেকে রাগীব নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ০৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
এসআই