ঢাকা, মঙ্গলবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

যশোরে ট্রাকচাপায় মোটসাইকেল আরোহী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, সেপ্টেম্বর ১০, ২০২১
যশোরে ট্রাকচাপায় মোটসাইকেল আরোহী নিহত

যশোর: যশোরের কেশবপুর উপজেলায় ট্রাকচাপায় জসিম উদ্দিন (২৮) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কেশবপুর-সাগরদাঁড়ি সড়কের দেউলির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জসীম জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের আনছার উদ্দিনের ছেলে। তিনি কেশবপুর শহরের একটি টাইলসের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন।

কেশবপুর থানার পরিদর্শক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিকেলে সাতক্ষীরাগামী একটি ট্রাক দেউলির মোড়ে মোটরসাইকেল আরোহী জসিমকে পেছন থেকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
ইউজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।