ঢাকা: বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ওয়ালটন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ক্রীড়া উৎসব৷
শুক্রবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।
বিপিজের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিপিজের সাধারণ সম্পাদক কাজল হাজরা।
অনুষ্ঠানে ফরিদা ইয়াসমিন বলেন, আপনাদের এ উৎসবটি সব সময় আমার ভীষণ কাছের৷ যার কারণে আমি দিল্লি সফর সংক্ষিপ্ত করে ঢাকায় চলে এসেছি৷ আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে এর আগেও পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন।
তিনি বলেন, এই মহামারি কালে আপনারা ফটো জার্নালিস্টরা সম্মুখসারির যোদ্ধা হিসেবে কাজ করেছেন৷ এ কারণে আমি আপনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই৷
এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ওয়ালটন গ্রুপ সব সময়ই ক্রীড়ার সাথে এবং সাংবাদিকদের পাশে রয়েছে৷ যার অংশ হিসেবে আমরা এই প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করছি৷ আপনাদের অনেক সদস্য রয়েছেন যারা বয়সের ভারে খেলায় অংশ নিতে পারছেন না৷ তাদের মধ্য থেকে ১০ জনকে আমরা বিশেষ পুরস্কারে ভূষিত করবো৷
গোলাম মোস্তফা বলেন, প্রতি বছরই আমরা সদস্যদের জন্য প্রতিযোগিতার আয়োজন করে আসছি এবং এবারো করছি৷ প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করার কারণে ওয়ালটন গ্রুপকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
বাংলাদেশ সময় ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
জেডএ