ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রমজীবীদের মধ্যে মাস্ক ও টি-শার্ট বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
শ্রমজীবীদের মধ্যে মাস্ক ও টি-শার্ট বিতরণ

দেশের নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম ‘বঙ্গবাবা’ ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা বিবেচনা করে এগিয়ে এসেছে শ্রমজীবী মানুষদের পাশে। রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিষ্ঠানটি থেকে শ্রমজীবী এসব মানুষদের মধ্যে মাস্ক ও টি-শার্ট বিতরণ করছে।

অসচ্ছলদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ও কোভিড-১৯ মহামারি প্রতিরোধে মাস্ক ব্যবহারকে উৎসাহিত করতে এ উদ্যোগ নিয়েছে ই-কমার্স সাইটটি।  

নিকুঞ্জ, বাড্ডা, উত্তরা, শ্যামলী ও ধানমন্ডিসহ রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবার থেকে শুরু হওয়া এ কার্যক্রমটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে।  

বঙ্গবাবা ই-কমার্স কর্তৃপক্ষ জানায়, যে কোনো জরুরি পরিস্থিতিতে শ্রমজীবী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে। করোনা মহামারির এই কঠিন পরিস্থিতিতে অসহায় মানুষের জন্য তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্য নিয়ে ২০২০ সালে নভেম্বর মাসে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে বঙ্গবাবা ই-কমার্স। সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।