নেত্রকোণা: নেত্রকোণার দুর্গাপুরে নাতির মৃত্যুর খবর শুনে তাকে দেখতে যাওয়ার পথে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে সালেমা খাতুন (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে দুর্গাপুর-কলমাকান্দা সড়কের চন্ডিগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নাতির মৃত্যুর খবর শুনে দুর্গাপুর থেকে অটোরিকশায় করে পার্শ্ববর্তী কলমাকান্দার নাজিরপুরের রামপুর গ্রামের উদ্দেশে রওনা হন সালেমা খাতুন।
এ সময় দুর্গাপুর-কমলাকান্দা সড়কের চন্ডিগড় এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি বাসকে সাইড দিতে গিয়ে পাশের বিলে পড়ে যায় অটোরিকশাটি।
স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে সালমা খাতুনসহ ইজিবাইকের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সালমা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, গত চার বছর ধরে দুর্গাপুর কমলাকান্দা ২৪ কিলোমিটার সড়কটি সংস্কারের নামে পুরো সড়কজুড়ে খুঁড়োখুঁড়ি করে রাখায় প্রায় সময়ই ঘটছে ছোট-বড় নানা দুর্ঘটনা। এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দে বর্ষার পানি জমে পুরো রাস্তায় এখন পরিণত হয়েছে ডোবায়। এ নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে আবেদন এবং মানববন্ধন করেও কোনো সুফল পায়নি দুই উপজেলার লক্ষাধিক বাসিন্দা।
দ্রুত সড়কটি সংস্কার না করা হলে আরো বড় বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন অটোরিকশাচালক থেকে শুরু করে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২১
আরএ