ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: প্রতারিত গ্রাহকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ: প্রতারিত গ্রাহকদের মানববন্ধন মানববন্ধন।

পিরোজপুর: পিরোজপুরে এহসান গ্রুপ কর্তৃক গ্রাহকদের ১৭ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতারিত গ্রাহকরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।  

শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের পাশে পিরোজপুর-বাগেরহাট সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এতে এহসান কর্তৃক প্রতারিত হাজার হাজার গ্রাহক অংশ নেয়। এ সময় এহসান গ্রুপ কর্তৃক প্রতারিত গ্রাহক এবং এহসানের কর্মীরা তাদের গচ্ছিত টাকা ফেরত দেওয়ার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসানসহ তার চার সহযোগীকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান বক্তারা।

এর আগে পিরোজপুর, বাগেরহাট ও ঝালকাঠির হাজার হাজার গ্রাহকের প্রায় ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে থাকার অভিযোগে বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে এহসান গ্রুপের চেয়ারম্যান রাগীব আহসানকে আটক করে র‌্যাব।

জানা গেছে, প্রতারণার অভিযোগে গ্রেফতার রাগিব হাসান ছিলেন একটি মসজিদের ইমাম। পরে ঢাকার একটি এমএলএম (মার্টি লেভেল মার্কেটিং) কোম্পানিতে কাজ নেন। সেই অভিজ্ঞাতাকে কাজে লাগিয়ে নিজেই গড়ে তোলেন এহসান গ্রুপ নামে একটি এমএলএম কোম্পানি। সেখানে নিয়োগ দেন জেলাসহ জেলার পার্শ্ববর্তী বাগেরহাট, ঝালকাঠী, গোপালগঞ্জ, পটুয়াখালী, বরিশালসহ বিভিন্ন জেলার মসজিদের ইমাম, কওমি মাদরাসার ছাত্র, শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন প্রভাবশালীদের। তারা মাহফিলের মাধ্যমে ইসলামী শরিয়াহ মোতাবেক
অধিক মুনাফা দেওয়ার প্রলোভন দেখিয়ে আমানত সংগ্রহ শুরু করেন।

এ সংগৃহীত আমানত দিয়ে ওই রাগীব আলী ২০০৮ সালে পিরোজপুর পৌর সভার খলিশাখালী এলাকায় এহসান রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স প্রতিষ্ঠা করেন। এর পর পৌর শহরের সিও অফিস মোড় সংলগ্ন এলাকায় জমি কিনে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় স্থাপন করেন। যা ‘এহসান গ্রুপ’ নামে পরিচিতি।

ওই এহসান গ্রুপ নামে ১৭টি প্রতিষ্ঠান খুলে প্রায় ২২ হাজার কর্মীর মাধ্যমে প্রায় ১৭ হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করেন তিনি। আর এ সব আমানতের বিপরীতে প্রতি লাখে ২ হাজার টাকা করে শরীয়া মোতাবেক ব্যবসায়ী লাভ দেওয়ার প্রতিশ্রুতি দেন এই সংস্থাটি।

** ১৭ হাজার কোটি টাকা আত্মসাৎ, এহসান গ্রুপের দুই ভাই গ্রেফতার

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ