ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশে ২০২০ সালের মার্চ মাসে করোনা রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৫ হাজার ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ৪ হাজার ৬৭১ জন ও নারী ৫৯৩ জন।
শনিবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ পিস অবজারভেটরি (বিপিও) এর প্রকাশিত সাপ্তাহিক তথ্যচিত্রে বিষয়টি জানা গেছে। গণমাধ্যম থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করে এ তথ্যচিত্র তৈরি করা হয়।
এতে দেখা গেছে, রাজশাহী জেলায় ৬০৪ জন, ময়মনসিংহে ৪০০ জন, বরিশালে ৩৯৬ জন, সাতক্ষীরায় ৩৯৪ জন, বগুড়াতে ৩৫৫ জন, কুমিল্লায় ২৫৩ জন, চাঁদপুরে ২২৩ জন, ফরিদপুরে ১৯৫ জন, খুলনায় ১৮৩ জন ও চট্টগ্রাম জেলায় ১১৮ জন করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। বিভাগ হিসেবে রাজশাহী, খুলনা ও চট্টগ্রাম শীর্ষে রযেছে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
এসেকেবি/এনএইচআর