ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার লোহাশহর বাজার উচ্চ বিদ্যালয় ও লোহাশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪ মাস ধরে পড়ে আছে সড়কের নির্মাণসামগ্রী। এলজিইডির ঠিকাদারের পাথরের স্তূপ বিটুমিনের ড্রামগুলো সরানোর জন্য কারো কোনো মাথা ব্যথা নেই।
সরেজমিন দেখা গেছে, বিদ্যালয় দুটির সামনের মাঠে স্তূপ করে রাখা হয়েছে টনকে টন পাথর। পাথরের স্তূপের পাশে দাঁড়ালে বিদ্যালয়ের কক্ষগুলো দেখা যায় না। পুরো মাঠে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট ছোট পাথর। বিদ্যালয় গেটের সামনে অর্ধশত বিটুমিনের ড্রামের স্তূপ।
ক্ষিপ্ত এক অভিভাবক বললেন, এটা যে স্কুল, মাঠে গেলে বোঝা যায় না। বিদ্যালয়ের এ অবস্থা দেখার কোনো কর্তৃপক্ষ মনে হয় নাই।
আমিরুল ইসলাম নামে একজন জানান, বিদ্যালয় খুলবে আগামীকাল। পাথরগুলো সরালেও মাঠ নষ্ট হয়ে যাবে। যারা এ কাজটি করেছেন তাদের শাস্তি হওয়া দরকার।
দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে।
লোহাশহর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাইরুল ইসলাম জানান, পাথরগুলো রাখার সময় আমি প্রতিবাদ করেছি। আমার বিদ্যালয় মাঠে সড়কের নির্মাণসামগ্রী রাখতে দেই নাই। কিন্তু একই মাঠ হওয়ায় পাথর নেওয়ার সময় ট্রাকের চাকায় মাঠের ক্ষতি হয়ে গেছে।
লোহাশহর বাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুল হক বাংলানিউজকে জানান, আমাদের কথা এলজিইডির ঠিকাদার কর্ণপাত করেন নাই। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমপির ছেলে ইমদাদুল হক সেলিমকে বলার পরও কোনো কাজ হয় নাই।
তবে তিনি বলেছেন, পাথর ও বিটুমিনের ড্রামগুলো বিদ্যালয় মাঠ থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে ঠিকদারের সঙ্গে কথা হয়েছে। ভেজা মাঠ থেকে পাথরগুলো সরালে ট্রাকের চাকা দেবে গিয়ে মাঠ নষ্ট হয়ে যাবে কি না জানতে চাইলে তিনি তার কোনো সদুত্তর দিতে পারেন নাই।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইমদাদুল হক সেলিমের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, আমি নতুন যোগদান করেছি। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২১
আরএ