ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

‘কিশোরগঞ্জে হবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
‘কিশোরগঞ্জে হবে মৎস্য গবেষণা
ইনস্টিটিউট’

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে খুব শিগগিরই মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হবে। এখানকার মৎস্যকে কীভাবে অর্থনৈতিক সম্পদে পরিণত করা যায়, তা নিয়ে গভীরভাবে ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

 

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলার মিঠামইন উপজেলার হাওরে মাছের পোনা ছাড়ার সময় এ কথা জানান তিনি।  

তিনি বলেন, ‘হাওরে মৎস্য সম্পদ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে কাজ করা হচ্ছে। এখানকার মাছ দ্রুত দেশে ও দেশের বাইরে সরবরাহ করা যেতে পারে। তাই এখানে কোল্ডস্টোরেজ করা যেতে পারে। এসব দিক মাথায় রেখেই কিশোরগঞ্জে মৎস্য গবেষণা ইনস্টিটিউটের পরিকল্পনাটা একনেকে এরই মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। ’ 

মৎস্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলে মাছের সঙ্গে সংশ্লিষ্ট সব কিছুরই উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস আফরোজ, ড. ইয়াহিয়া মাহমুদ, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআই 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।