ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু  ফাইল ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহ নগরীতে ট্রেনে কাটা পড়ে কল্পনা চন্দ্র (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

কল্পনা চদ্র নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের বলাশপুর আবাসন প্রকল্পে বাসিন্দা ছিলেন। তার স্বামীর নাম গিরেন্দ্র চন্দ্র বলে জানা গেছে।  

ওসি মামুন রহমান জানান, সকালে নগরীর রেলওয়ের নতুন কলোনী এলাকায় ময়মনসিংহগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। দুপুরের দিকে মরদেহ উদ্ধার করা ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ