ঢাকা: রাজধানীর হাজারীবাগ এলাকায় এক কিশোরের বিরুদ্ধে মোবাইলে কার্টুন দেখানোর লোভ দেখিয়ে ৭ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছে শিশুটির পরিবার।
রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন আলী জানান, শিশুটি স্থানীয় একটি স্কুলের নার্সারিতে পড়ে। হাজারীবাগের একটি বাড়ির ৩য় তলায় পরিবারের সঙ্গে থাকে সে। বাড়িটির দ্বিতীয় তলায় চাচার বাসায় থাকে ১৬ বছরের এক কিশোর। সে একটি জুতার কারখানায় কাজ করে।
গত ১০ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে ওই কিশোর শিশুটির বাড়িতে যায়। সেখানে তাকে মোবাইলে কার্টুন ও গেম দেখিয়ে প্রলোভিত করে যৌন নিপীড়ন করে। তবে তখন ভয়ে শিশুটি কাউকে কিছু জানায়নি। রোববার ওই কিশোর আবার তাদের বাড়িতে গেলে পরে শিশুটি ভয়ে তার মায়ের কাছে গিয়ে আগের ঘটনা সব বলে দেয়। এরপর শিশুটির পরিবার পুলিশকে বিষয়টি অবগত করে।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক জানান, এই ঘটনায় রোববার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ১৪। এই ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২১
এজেডএস/জেআইএম