নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জের পুষনা গ্রামে সাপের দংশনে মোমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
রোববার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় ঘুমিয়ে থাকা অবস্থায় বালিশের নিচে থাকা বিষধর সাপ দংশন করে তাকে।
পরে সোমবার (১৩ সেপ্টেম্বর) ঘুম থেকে উঠে দেখেন পুরো শরীর বিষে কালো হয়ে মারা গেছেন ৩ সন্তানের জননী ওই গৃহবধূ।
তাঁর বাবার বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায়। বাবার নাম মৃত মহির উদ্দিন।
বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
কেএআর