ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
নীলফামারীতে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু ...

নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জের পুষনা গ্রামে সাপের দংশনে মোমেনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় ঘুমিয়ে থাকা অবস্থায় বালিশের নিচে থাকা বিষধর সাপ দংশন করে তাকে।

পরিবারের লোকজন তেলাপোকা কামড় দিয়েছে বলে ঘুমিয়ে যান।

পরে সোমবার (১৩ সেপ্টেম্বর) ঘুম থেকে উঠে দেখেন পুরো শরীর বিষে কালো হয়ে মারা গেছেন ৩ সন্তানের জননী ওই গৃহবধূ।

তাঁর বাবার বাড়ি সৈয়দপুরের কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়ায়। বাবার নাম মৃত মহির উদ্দিন।
 
বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল।

বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।