ময়মনসিংহ: ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় নবজাকতের মৃত্যুর অভিযোগ উঠেছে।
শনিবার (১১ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামিরদিয়ার মাস্টারবাড়ি পপুলার হাসপাতালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গোপালগঞ্জ গ্রামের গ্যারেজ শ্রমিক স্বপন মিয়া ভালুকার জামিরদিয়া এলাকায় ভাড়া বাসায় স্বপরিবারে বসবাস করেন।
শনিবার সকালে স্ত্রী কুলসুমের (২৫) প্রসব ব্যথা দেখা দিলে তাকে স্থানীয় মাস্টারবাড়ি পপুলার হাসপাতালে নিয়ে যান স্বপন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জানায় বাচ্চা ও রোগীকে বাঁচাতে হলে দ্রুত অস্ত্রপচার করতে হবে এবং সেজন্য ১৬ হাজার টাকা লাগবে। তখন তারা নগদ ১০ হাজার টাকা পরিশোধ করেন।
এদিকে অস্ত্রপচার ছাড়াই সেখানে নরমাল ডেলিভারির মাধ্যমে এক ছেলে প্রসব করান হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, অদক্ষ নার্স দিয়ে ডেলিভারির করানোয় নবজাতক অসুস্থ হয়ে পড়ে। পরে রোগীর স্বজনদের বলা হয়, বাচ্চাকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করতে হবে। কিন্তু ততোক্ষণে মারা যায় নবজাতক।
স্বপন মিয়া বাংলানিউজকে জানান, তার কাছ থেকে অস্ত্রপচারের কথা বলে অগ্রিম ১০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু বাচ্চা প্রসব করানো হয় নরমাল ডেলিভারির মাধ্যমে। অদক্ষ্ নার্স দিয়ে প্রসব ও ডাক্তারের ভুল চিকিৎসার কারণে আমার নবজাতক ছেলেটি ক্লিনিকেই মারা গেছে।
স্থানীয়রা জানান, লাইসেন্সবিহিন পপুলার হাসপাতালে এর আগেও ভুল চিকিৎসার কারণে বেশ কয়েকজন রোগীর মৃত্যু হয়েছে। সেগুলোর কোনো বিচার না হওয়ায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটছে।
হাসপাতালের মালিক জাহাঙ্গীর আলম জানান, নার্স দিয়ে নরমাল ডেলিভারি করানো পর নবজাতকের অবস্থা খারাপ হওয়ায় মমেকে রেফার্ড করা হয়। অস্ত্রপচারের টাকা নিয়ে কেন নরমাল ডেলেভারি করানো হলো জানতে চাইলে তিনি সঠিক জবাব দিতে পারেননি।
বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এমএমজেড