ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু প্রতীকী ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে পৃথক ঘটনায় তারা মারা যান।

নিহতরা হলেন- উপজেলার বারো চান্দুরা গ্রামের ছাদিক মিয়ার ছেলে সুজন মিয়া (২৬) ও চানখা বুল্ল গ্রামের কলি মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩৫)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, শাহেদ মিয়া ব্যাটারিচালিত অটোরিকশাচালক। সোমবার সকালে গ্যারেজে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে সুজন মিয়াও বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।

ময়নাতদন্তের জন্য মরদেহ দুইটি হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।  
 
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।