ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
টেকনাফে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা  জব্দ জব্দকৃত ইয়াবা।

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
 
সোমবার (১৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহলদল এ অভিযান চালায়।

টেকনাফ ২-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফে ঢুকবে এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় দুই ব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে নদীর কিনার থেকে বেড়িবাঁধের দিকে আসতে দেখে ধাওয়া করে বিজিবির জওয়ানরা। এসময় পোটলাটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারে চলে যায় তারা।

পরে ঘটনাস্থল থেকে ওই পোটলা উদ্ধার করে তার ভেতরে ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

জব্দকৃত ইয়াবা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।