সাতক্ষীরা: বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৭তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ‘৩৭তম বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনে’র প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে অনলাইনে ভোটগ্রহণ করা হয়।
এতে সভাপতি পদে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক পদে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মো. জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাহামুদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার সিমন সরকার নির্বাচিত হয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়।
পরে শনিবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টায় এক অনলাইন মিটিংয়ের মাধ্যমে নির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করে নির্বাচন কমিশন।
নির্বাচিত কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসআই