ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে শ্রীঘরে ২ তরুণ

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে শ্রীঘরে ২ তরুণ

মৌলভীবাজার: চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে দুই তরুণকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


 
পুলিশ সূত্র জানায়, চোরাইকৃত মোটরসাইকেল বিক্রি করতে মৌলভীবাজারের কুলাউড়ায় ক্রেতাকে দেখতে নিয়ে গেছিলেন কামরুল ইসলাম নামে এক যুবক। অবশেষে মোটরসাইকেলটির আসল মালিক সিলেট থেকে ৮ মাস আগে তার চুরি যাওয়া বাজাজ পালসারটি একজন স্বজনের মাধ্যমে চিহ্নিত করেন। এ সময় মোটরসাইকেলটি বিক্রি করতে আসা যুবককে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশ ওই যুবকের কাছ থেকে তথ্য নিয়ে চুরির সঙ্গে জড়িত মামুনুর রশীদকেও আরেকটি চোরাই মোটরসাইকেলসহ আটক করেন।

আটককৃত দুই যুবক জেলার জুড়ী উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত তৈমুছ আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও বড়লেখা উপজেলার উত্তর সুজানগর গ্রামের মাতাবুর রহমানের ছেলে মামুনুর রশীদ (২৭)।   আটককৃতদের রোববার (১২ সেপ্টেম্বর) মোটরসাইকেল চুরির মামলায় মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিলেটের জালালাবাদ এলাকা থেকে স্থানীয় বাসিন্দা শামীম আহমদ সোহাগের ব্যবহৃত বাজাজ পালসার মোটরসাইকেলটি চুরি হয় চলতি বছরের জানুয়ারিতে। প্রায় আট মাস পর গত শনিবার বিকেলে আটক কামরুল ইসলাম একটি পালসার মোটরসাইকেল বিক্রির জন্য কুলাউড়া পৌর শহরের উছলাপাড়ায় নিয়ে যায় শামীম আহমদের স্বজন শিপু মিয়ার কাছে। শিপু মিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরে কুলাউড়ায় গিয়ে মোটরসাইকেলটি তার বলে নিশ্চিত হোন শামীম। পরে কামরুলকে আটক করে কুলাউড়া থানার কাছে সোপর্দ করা হয়। আটক কামরুল তার সহযোগী মামুনুর রশীদ মোটরসাইকেলটি চুরি করে এনে দিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেন। এ সময় তার কাছে থাকা আরেকটি চোরাইকৃত বাজাজ ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সোমবার (১৩ সেপ্টেম্বর) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বাংলানিউজকে বলেন, মামুনুর ও কামরুলের কাছ থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

মোটরসাইকেল চুরির ঘটনায় এ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১ 
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।