ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সুরিয়া নদীর ভাঙনে হুমকির মুখে অর্ধশত ঘরবাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
সুরিয়া নদীর ভাঙনে হুমকির মুখে অর্ধশত ঘরবাড়ি ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে সুরিয়া নদীর ভাঙনে মাওহা ইউনিয়নের তিনটি গ্রামের অর্ধশত ঘরবাড়ি হুমকির মুখে রয়েছে। ইতোমধ্যে অনেকের বসত-বাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে।

জানা গেছে, সুরিয়া নদী খনন না হওয়া, নদীর গতিপথ পরিবর্তন, বৃষ্টিতে উজানের পানি বেড়ে যাওয়ায় প্রতিবছর ভাঙন দেখা দেয়। এতে অনেক ফসলি জমি, বাড়িঘর নদীতে বিলীন হয়ে যায়।  নদীটি মাওহা ইউনিয়নের ভেতর দিয়ে বয়ে গেছে। এবার ভাঙনের কারণে ওই ইউনিয়নের কুমড়ি, নয়ানগর বাউশালী পাড়া ও কুশ্বাপাড়া গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি ভাঙনের মুখে রয়েছে। ঝুঁকিতে রয়েছে নদী সংলগ্ন গ্রামের সড়কগুলোও। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা।

সুরিয়া নদী ভাঙনের কারণে সবেচেয়ে বেশি হুমকির মুখে আছে কুমড়ি গ্রামের মানুষ। ইতিমধ্যে ওই গ্রামের অনেকের ঘরবাড়ি ও ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে  প্রায় ৩০টি পরিবার।

স্থানীয় ইউপি সদস্য মতিউর রহমান এন্টাস বাংলানিউজকে জানান, মাওহা ইউনিয়নের ধারকান্দি পূর্বপাড়া এলাকায় নদীর গতিপথ পরিবর্তনের কারণে গ্রামগুলোতে ভাঙন দেখা দিয়েছে। অনেকের ঘরবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আমার নিজের ৩২ কাঠা জমি নদীতে চলে গেছে এবং বসত-ঘর অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয়ছি।

এদিকে নয়ানগর বাউশালী পাড়া গ্রামে ভাঙনের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাওহা পশ্চিমপাড়া ঈদগা মাঠসহ গ্রামের বেশ কয়েকটি বাড়ি হুমকির মুখে আছে।

নয়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কদ্দুস বাংলানিউজকে জানান, সুরিয়া নদীর ভাঙনে বিদ্যালয়ের দুই শতাংশ জায়গা নদীতে বিলীন হয়েছে। ভাঙন রোধে ব্যবস্থা না নিলে বিদ্যালয়ের ভবন ভাঙনের মুখে পড়তে পারে।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বাংলানিউজকে বলেন, নদী ভাঙনের বিষয়টি গ্রামবাসী ও জনপ্রতিনিধিরা আমাকে জানায়নি। দ্রুত ভাঙন কবলিত এলাকা পরির্দশন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে  জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১,২০২১
জেডএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।