নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৯ জন আহত হয়েছে।
আহতরা হলেন-খেজু (৭০), জাহাঙ্গীর (৪৬), মান্নান (৫৮), জুয়েল (২০), সেলিম (৪০), হাওয়া (৪০), রোকেয়া (৬০), জোসনা(৩৫) ও হযরত আলী (৬৫)।
রোববার (১২ আগস্ট) রাত আটটার দিকে গোপালদী পৌরসভার রামচন্দ্রদী উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে বাড়ির পাশে একটি শিয়াল উৎপাত শুরু করে। এসময় শিয়ালটি যাকে সামনে পায় তাকেই কামড়ায়। একপর্যায়ে অতিরিক্ত লোকজন এসে ধাওয়া দিলে শিয়ালটি পালিয়ে যায় কিন্তু এরই মধ্যে ৯ জনকে কামড়িয়ে আহত করে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ জানান, আব্দুল মান্নান নামে একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এএটি