ঢাকা: মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরির অভিযোগে একটি সংঘবদ্ধ চোরচক্রের ১১ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর অপারেশন অফিসার এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। মেট্রোরেল প্রকল্পের মালামাল চুরি সংক্রান্ত একটি মামলার অভিযুক্ত আসামি তারা।
তিনি আরও বলেন, আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসজেএ/জেডএ