রাঙামাটি: রাজস্থলী থেকে অপহৃত নুরুল আলম নামের এক কাতার প্রবাসীকে রাঙুনিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন ওই ব্যক্তির বড় ভাই মো. কুতুব উদ্দিন।
তিনি বলেন, শনিবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে রাঙামাটির রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ধনিয়া মুসলিম পাড়ায় আমাদের বড় ভাই কাতার প্রবাসী নুর মোহাম্মদের বাগানবাড়ি থেকে ছোট ভাই নুরুল আলমকে ১০-১২ জনের একদল পাহাড়ি-বাঙালী দুর্বৃত্ত ধরে নিয়ে যায়। এরপর রোববার সকালে নুরুল আলমের ব্যক্তিগত মোবাইল ফোন থেকে তারা বড় ভাই নুর মোহাম্মদকে কল করে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে নুরুল আলমকে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা।
এ ঘটনার পরপরই আমি (মো. কুতুব উদ্দিন) অজ্ঞাত অপহরণকারীদের বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় মামলা দায়ের করি। ঘটনার একদিন পর সোমবার বিকেল ৫টার দিকে অপহরণকারীরা আমার মোবাইল ফোনে কল দিয়ে জানায় যে নুরুল আলমকে চট্টগ্রামের রাঙুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের রাজারহাট বাজারে একটি মোটরসাইকেলের ওপর বসিয়ে রাখা হয়েছে, তাকে নিয়ে যান। এরপরই আমি চন্দ্রঘোনা থানা পুলিশের সহায়তায় ওই স্থানে গিয়ে ভাইকে উদ্ধার করি।
তিনি আরও জানান, বর্তমানে তার ভাইকে চন্দ্রঘোনা থানা হেফাজতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বাড়ি নিয়ে যাওয়া হবে।
নুরুল আলমের বড় ভাই নুর মোহাম্মদও কাতার প্রবাসী। নুরুল তার বড় ভাইয়ের রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের ধনিয়া মুসলিম পাড়ার বাগানবাড়ি দেখতে এসে অপহরণের শিকার হন।
পুলিশ জানায়, ভিকটিম নুরুল আলমের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ায়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের জবানবন্দি নেওয়া হচ্ছে। জবানবন্দি নেওয়া শেষ হলে পরিবারের কাছে ভিকটিমকে হস্তান্তর করা হবে।
ওসি আরও বলেন, অপহরণকারীদের মধ্যে আমরা দু’জনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছি। মামলার সুবিধার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে পুরো চক্রটিকে ধরার চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২১
এসআই