পটুয়াখালী: পটুয়াখালীতে পৃথক জায়গা থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ও মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে বড় বাইসদিয়া ইউনিয়নের তুফানিয়ার চর থেকে মরদেহ দুইটি উদ্ধার করে পুলিশ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ বলেন, দুপুরে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গাবুয়া গ্রামের পিত্রালয় থেকে কাজল রেখা (২৫) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত কাজল সদর উপজেলার হেতালিয়া আবাসন এলাকার হৃদয়ের স্ত্রী।
অপরদিকে রাঙ্গাবালী থানার ওসি জগলুল হাসান বলেন, মঙ্গলবার গভীর রাতে উপজেলার বড় বাইসদিয়া ইউনিয়নের তুফানিয়ার চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২১
এনটি