ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফুলগাজীতে বন্যায় ফের ৫ গ্রাম প্লাবিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
ফুলগাজীতে বন্যায় ফের ৫ গ্রাম প্লাবিত

ফেনী: ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে ফের পাঁচ গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে চার বার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জনপদটি।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে পানি বাড়তে থাকে। বৃষ্টি না থাকলেও ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢলে ভেঙে যায় নদীর তীর রক্ষাবাঁধ।  

ঢলে মুহুরী নদীর জয়পুর অংশে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সদ্য মেরামতকৃত স্থান আবারও ভেঙে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের জয়পুর, কিসমত ঘনিয়া মোড়া, পূর্ব ঘনিয়া মোড়া, পশ্চিম ঘনিয়া মোড়া প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে ফুলগাজী-পরশুরাম সড়ক পানিতে তলিয়ে গেছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন বলেন, ফেনীর মহুরী ও কহুয়া নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাতকুচিয়ায় ও ঘনিয়ামোড়া নামে দু’টি স্থানের ভাঙন দিয়ে পানি ডুকে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।  

স্থানীয়রা বলছেন, বৃষ্টি হোক বা না হোক ভারতীয় উজান থেকে পানি এলেই এ জনপদে বন্যা তৈরি হয়। তীব্র পানির স্রোতে নদীর বাঁধ ভেঙে যায়। সেই বাঁধ পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো রকম মেরামত করা হয়। আবার ভেঙে যায়। বারবার বন্যার কারণে এখানকার মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলি জমি, ঘরবাড়ি, রাস্তাঘাট, পুুকুরের মাছসহ সব ধরনের ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।