ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ-জ্বালানি দ্রুত সরবরাহ বিল পাস   

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
বিদ্যুৎ-জ্বালানি দ্রুত সরবরাহ বিল পাস 
 

ঢাকা: জাতীয় সংসদে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বিল-২০২১ পাস হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি পাসের প্রস্তাব করেন।

সংখ্যাগরিষ্ঠ সদস্যদের কণ্ঠভোটে বিলটি পাস হয়।

অধিবেশনে সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিদ্যমান আইনে দ্রুত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের বিশেষ বিধানের মেয়াদ চলতি বছরের অক্টোবরে শেষ হয়ে যাবে। বিলে এ মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়ে মোট ১৬ বছর করার বিধান করা হয়।

বিলের ওপর জনমত যাচাই বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাব আনেন জাতীয় পার্টির মুজিবুল হক, পীর ফজলুর রহমান, শামীম হায়দার পাটোয়ারী, বিএনপির হারুনুর রশীদ, মোশাররফ হোসেন, রুমিন ফারহানা এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু। পরে তা কণ্ঠ ভোটে নাকচ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এসই/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।