নীলফামারী: নীলফামারীর সদর উপজেলায় হেলেপড়া তারে জড়িয়ে জীবন চন্দ্র চ্যাটার্জি নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন নেসকোর অফিস ঘেরাও করে ভাঙচুর করেছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের মীরিসিংহ ব্রাহ্মণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, আমন ক্ষেতে স্প্রে করার সময় বিদ্যুতের হেলেপড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন জীবন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা নেসকোর নির্বাহী কার্যালয় ঘেরাও করে ইট-পাটকেল ছুড়লে অফিসের জানালার কাঁচ ভেঙে যায়।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
জেডএ