ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী র‌্যাব হেফাজতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী র‌্যাব হেফাজতে

ঢাকা: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে হেফাজতে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিন (র‌্যাব)।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে রাসেলের মোহাম্মদপুরের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বাসায় (হাউজ ৫/৫এ, স্যার সৈয়দ রোড) অভিযান শেষে তাদের র‌্যাব হেফাজতে নেওয়া হয়।


র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ইভ্যালি সিইও রাসেলের বাসায় অভিযান শুরু করে র‌্যাব। অভিযোগের বিষয়ে সিইও এবং তার স্ত্রী ইভ্যালি চেয়ারম্যানকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক তথ্য না পেলে তাদের আটক করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।


আরও পড়ুন>>

>>> ইভ্যালির সিইও রাসেলের বাসায় র‌্যাবের অভিযান


বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
পিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।