লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় সাগর রায় (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার বড়খাতা আকিজ ট্যোব্যাকো কোম্পানির গোডাউনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
হাতীবান্ধা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আকতার হোসেন বাংলানিউজকে জানান, লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে হয়ে পাটগ্রামের বাউড়া থেকে মোটরসাইকেলে রংপুর যাচ্ছিলেন সাগর রায়। বড়খাতা এলাকার আকিজ ট্যোব্যাকো কোম্পানির গোডাউনের সামনে বাউরাগামী একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনটি