ঢাকা: বাংলাদেশ রেলওয়ের ৪৭ হাজার ৬৩৭ জন জনবলের নতুন কাঠামোর সরকারি আদেশ জারি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এ আদেশ জারি করা হয়।
আদেশের কপি বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদারকে হস্তান্তর করেন পরিচালক (সংস্থাপন) সাদরুল হক এবং উপ-পরিচালক (সংস্থাপন-১) শাহ আলম কিরণ শিশির।
বেশ কিছু দাপ্তরিক ধাপ পার করার পর প্রায় ৪১৭ পাতার এই অফিস আদেশ গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
ডিএন/এমআরএ