সিলেট: সিলেটে জমির ধান কাটা নিয়ে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় লিয়াকত আলী (৫৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ধান কাটতে হাওরে যান লিয়াকত আলী। তাদের পাশাপাশি ধান কাটছিলেন একই গ্রামের মাতাব মিয়া। কাটা ধান রাখার জায়গা নিয়ে লিয়াকত আলীর সঙ্গে মাতাব মিয়া ও তার সহযোগীদের বাকবিতন্ডা হয়। পরে মাতাব মিয়া ও নুরুল মিয়া মিলে লিয়াকত আলীকে মারধর শুরু করেন এবং মাথায় আঘাত করলে লিয়াকত আলী জমিতে লুটিয়ে পড়েন।
পরে হাওরে থাকা অন্যান্যরা লিয়াকত আলীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফায়েত হোসেন বলেন, খবর পেয়েই পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। অভিযুক্তদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনইউ/এমআরএ