ঢাকা: রাজধানীর পল্লবীতে মেট্রোরেলের এক টন চারশ’ কেজি মালপত্রসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব খান।
তিনি বাংলানিউজকে বলেন, মেট্রোরেল প্রকল্পের মালপত্র চুরি করে এমন চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে মেট্রোরেলের এক টন চারশ’ কেজি মালপত্র জব্দ করা হয়েছে।
এ বিষয়ে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পল্লবী থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এমএমআই/এসআই