ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বাঘাইছড়িতে পিসিজেএসএস নেতা দীনেশকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
বাঘাইছড়িতে পিসিজেএসএস নেতা দীনেশকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পিসিজেএসএস সন্তু গ্রুপের কালেক্টর সুরেশ কান্তি চাকমা ওরফে দীনেশ চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ভোরে দুর্গম উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

বাঘাইছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, লোকমুখে হত্যার খবর শুনে পুলিশ পাঠাচ্ছি।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে একদল বন্দুকধারী জারুলছড়ি গ্রামে সন্তু গ্রপের সশস্ত্র কর্মী দীনেশ চাকমাকে  তার বাড়িতে গিয়ে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। তবে কোন গ্রুপ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো বিস্তারিত জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।