বরগুনা: বরগুনার বাজার মাছ শূন্য। মাছবাজারে নেই কোনো ধরনের সামুদ্রিক মাছ।
সরেজমিনে বরগুনা পৌর মাছ বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, নদীতে ভাটা চলায় এবং স্রোত না থাকায় মাছ ধরা পড়ছে না। ছোট খালগুলোতেও একই অবস্থা। তবে শুধু ছোট জাটকা, চাষের পাঙ্গাস এবং চিংড়ি পাওয়া যাচ্ছে অল্প সংখ্যক।
জেলা শহর ছাড়াও পার্শ্ববর্তী এলাকায় একই চিত্র দেখা গেছে। তবে তালতলী উপজেলায় বাজারে কিছু দেশীয় মাছের দেখা মিলছে। এদিকে দেশের দ্বিতীয় মৎস অবতরণ কেন্দ্র পাথরঘাটায় পাওয়া যাচ্ছে না ইলিশ।
বাজার করতে আসা আরাফাত উল্লাহ বাংলানিউজকে বলেন, সারাদিন অফিসে ব্যস্ত থাকায় দিনের বেলা বাজার করা সম্ভব হয়নি। তাই রাতে বাজার করতে এসেছি। এসে দেখি বাজারে মাছ নেই।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, সাগরে মাছ পাওয়া যাচ্ছে না। এ মাসে জেলেরা তেমন মাছ সংগ্রহ করতে পারেননি। এখনো জেলেদের মাঝে স্বস্তি ফিরে আসেনি। তবে সাগরে যাওয়ার জন্য ট্রলার প্রস্তুত করা হচ্ছে।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বাংলানিউজকে বলেন, মৌসুমে সাগর থেকে ইলিশ নদ-নদীতে বিচরণ করে স্রোতে। নদীতে স্রোত না থাকার কারণে জেলেদের জালে ইলিশ ধরা পড়ছে না।
তিনি আরও জানান, বরগুনা উপকূলের প্রায় দেড় লাখ মানুষ পেশায় জেলে, এদের মধ্যে ইলিশ ধরেন প্রায় ৮০ হাজার জেলে। এভাবে চলতে থাকলে না খেয়ে থাকতে হবে তাদের।
বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
জেডএ