ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে নারী পর্যটক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে নারী পর্যটক আহত

কক্সবাজার: কক্সবাজারের দরিয়ানগর পয়েন্টে উড়ন্ত প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে এক নারী পর্যটক আহত হয়েছেন। ওই নারী দুই পায়ে আঘাত পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দরিয়ানগর পয়েন্টে জনৈক ফরিদের মালিকানাধীন প্যারাসেইলিং থেকে পড়ে আহত হন তিনি।  
আহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে,প্যারাসেইলিং জন্য জেলা প্রশাসনের অনুমোদিত কয়েকটি পয়েন্ট রয়েছে। এর মধ্যে দরিয়ানগর পয়েন্টে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও প্যারাসেইলিং চলছিল। সন্ধ্যায় ওই নারীকে প্যারাসেইলিং করাচ্ছিলেন মো. ফরিদের মালিকানাধীন এক প্যারাসেইলিংয়ের চালক। অন্ধকার হয়ে গেলে নেমে আসার সময় অদক্ষতার কারণে সৈকতের বালিয়াড়িতে ছিটকে পড়েন নারী পর্যটক। তাকে উদ্ধার না করে উল্টো সামনের দিকে টেনে নিয়ে আসে চালক। যার ফলে তার দুই পা ও কোমরে জখম হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম। তিনি বলেন, এক পর্যটক প্যারাসেইলিং করতে গিয়ে পড়ে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো। তিনি দুই পায়ে আঘাত পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬,২০২১
এসবি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।