নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে ২৫টি ধারালো দা’সহ (বগি দা) দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে আটক ব্যক্তিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
এর আগে, বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরিবিরি গ্রামের তালুকের মুদি দোকান এলাকার সড়ক থেকে পুলিশ তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরিবিরি গ্রামের জাবেরের ছেলে সাখাওয়াত হোসেন (৪৫) ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার ভন্ডবিল গ্রামের মাহমুদুর হকের ছেলে নাহিদুল হক (৪৫)।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে তারা ২০ সেপ্টেম্বর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টির জন্য এ দা’গুলো এনেছিলেন।
জেলা পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এসআই