পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় হাডুডু খেলা দেখা শেষে বাড়ি ফেরার পথে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় সুমাইয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেপ্রীগঞ্জ ইউনিয়নের কাদেরের মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বিকেলে টেপ্রীগঞ্জ ইউনিয়নে হাডুডু খেলা হচ্ছিল। সুমাইয়া একসময় একাই হাডুডু খেলা দেখতে যায়। সন্ধ্যায় খেলা শেষ হয়ে গেলে সকলের মতো নিজ বাড়িতে ফিরে যাচ্ছিলো। একসময় সুমাইয়া কাদেরের মোড় পৌঁছালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে যায় সে। এবং সেই ইজিবাইকটি তার বুকের উপর দিয়ে চলে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। তবে ঘটনার পর ইজিবাইকটি পালিয়ে যায়।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন ইজিবাইকের ধাক্কায় ওই শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপ-মৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২১
এনএইচআর