ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার কেশবপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর একই উপজেলার চাপাতলা গ্রামের আব্দুস সাত্তার মণ্ডলের ছেলে।
স্থানীয় রফিকুল ইসলাম জানান, চাপাতলা থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে জীবননগর উপজেলার দিকে যাচ্ছিলেন হাফিজুর। এ সময় কেশবপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ইজিবাইকের ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেল আরোহী খালিদ হাসানসহ কয়েকজন মিলে রড দিয়ে পিটিয়ে হাফিজুরকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে দত্তনগর পুলিশ ফাঁড়ির এসআই রাজু আহমেদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০২১
এনএসআর