ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে রেড অ্যালার্ট প্রত্যাহার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
যুক্তরাজ্যে বাংলাদেশিদের প্রবেশে রেড অ্যালার্ট প্রত্যাহার ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের প্রবেশের ওপর রেড অ্যালার্ট প্রত্যাহার করা হয়েছে। তবে এটি আগামী ২২সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাজ্য সরকারের ভ্রমণ অ্যালার্ট বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ছাড়াও রেড অ্যালার্ট তালিকা থেকে বেশ কয়েকটি দেশকে বাদ দিয়েছে যুক্তরাজ্য।

রেড অ্যালার্ট প্রত্যাহারের জন্য দেশটির বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়। সে প্রেক্ষিতে এটি প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০২১
টি আর/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।