ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিআইডি পরিচয়ে ওয়্যারলেস নিয়ে ঘুরতেন হাবিবুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
সিআইডি পরিচয়ে ওয়্যারলেস নিয়ে ঘুরতেন হাবিবুল্লাহ আটক হাবিবুল্লাহ

ঢাকা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক তথা ইন্সপেক্টর পরিচয় দিয়ে ঘুরে বেড়াতেন জনৈক মোহাম্মদ হাবিবুল্লাহ। ভুয়া এই পরিচয়কে বিশ্বাসযোগ্য করে তুলতে কোমড়ে রাখতেন ওয়্যারলেস সেট।

পুলিশের কাছে পুলিশ পরিচয় দিতে গিয়েই অবশেষে ধরা খেলেন ভুয়া পুলিশ ইন্সপেক্টর।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গাবতলী থেকে তাকে আটক করে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট ঝোটন সিকদার। এদিন রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ঘটনার বর্ণনা দিয়ে সার্জেন্ট ঝোটন বলেন, গরুরহাট ক্রসিংয়ে ডিউট করার সময় নিয়মিত কাজের অংশ হিসেবে একটি মোটরসাইকেল সংকেত দিয়ে কাগজপত্র দেখতে চাই। মোটরসাইকেল আরোহী তখন নিজেকে পুলিশ ইন্সপেক্টর মো. হাবিবুল্লাহ, সিআইডিতে কর্মরত আছেন বলে পরিচয় দেন। তার কোমড়ে একটি ওয়্যারলেস দৃশ্যমান ছিল। তার দেওয়া তথ্য সন্দেহজনক  মনে হলে আরও প্রশ্ন করার এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি পুলিশের মিথ্যা পরিচয় দিয়ে ওয়্যারলেস সঙ্গে নিয়ে বিভিন্নস্থানে ঘুরে বেড়ান।

ঝোটন সিকদার আরও বলেন, এসময় তার সঙ্গে থাকা মোটরসাইকেলের বৈধ কাগজপত্রও ছিল না। নম্বর প্লেটে ছিল না কোনো বৈধ রেজিস্ট্রেশন নম্বর। সেখানেও পুলিশের পরিচয় ব্যবহার করেছেন তিনি। নম্বর প্লেটে লেখা ছিল – ‘DMP , ENG-5868’। পুলিশের ইন্সপেক্টর হিসেবে তার পরিচয় ভুয়া হিসেবে নিশ্চিত হওয়ার পর আমরা তাকে তার মোটরসাইকেল ও ওয়্যারলেস সেটসহ সংশ্লিষ্ট দারুস সালাম থানায় বুঝিয়ে দেই।

 বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এসএইচএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।