ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
সিলেটে প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২ সিলেটে প্রাইভেটকার-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

সিলেট: সিলেট-জকিগঞ্জ সড়কে যাত্রীবাহী প্রাইভেটকার ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন।

শনিবার (১৮ সেপ্টম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রানাপিংয়ে ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিয়ানীবাজার মোল্লাপাড়া ইউনিয়নের পাতন উছপাড়া গ্রামের সফিক উদ্দিন (৭০) ও তার নাতি আরিয়ান (১)।  

দুর্ঘটনায় আহতরা হলেন- একই গ্রামের হুছনা বেগম (৫৫), ফাতেমা আক্তার পপি (৩০), তামান্না (২৫) ও নাসির উদ্দিন (২৫)।

স্থানীয়রা জানান, দ্রুতগতির মালবাহি একটি পিকআপ বিপরীতগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দু’জন মারা যান।  খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।  

সিলেটের গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরুনুর রশিদ চৌধুরী বলেন, দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। আর হতাহতদের উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এনইউ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।