ঢাকা: সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব তলব করার মধ্য দিয়ে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে৷ সেইসঙ্গে প্রশ্নবিদ্ধ করা হয়েছে সংগঠনগুলোকে এবং সাংবাদিকদের৷
শনিবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব তলবের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন৷
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সুনির্দিষ্ট কারণে যেকোনো ব্যক্তির ব্যাংক হিসাব তলব করতে পারে৷ এসব কারণের মধ্যে রয়েছে- ব্যাংকে অস্বাভাবিক লেনদেন, জঙ্গি অর্থায়ন ও সুনির্দিষ্ট অভিযোগ৷ এমন কোনো অভিযোগ আমাদের বিরুদ্ধে আসেনি৷ সরকারের অনেক সংস্থার সঙ্গেও আমরা আলাপ করেছি৷ তারা এ বিষয়ে কিছুই জানেন না৷ এই ঘটনাটি উদ্বেগজনক৷ কেউ কিছু জানে না কিন্তু এমন একটি ঘটনা ঘটেছে৷
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মসিউর রহমান খান বলেন, দেশের পেশাদার সাংবাদিকদের প্রতিষ্ঠিত সংগঠনগুলোর নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব এভাবে তলব করা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। কেননা এর আগে কোনো দিন, কোনো সময়ে এরকম ঘটনা ঘটেনি।
'অনেকে বিএফআইইয়ের এই পদক্ষেপকে সাংবাদিকদের মনে ভয়ভীতি সৃষ্টির কৌশল বলেও মনে করছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এ বিষয়টি দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচার হচ্ছে। এতে দেশের ভাবমূর্তিও নষ্ট হচ্ছে। কারণ গোটা বিশ্বে গণতন্ত্রে বিশ্বাসী দেশের সরকার ও সচেতন সমাজ মতপ্রকাশের স্বাধীনতার ওপর কোনো ধরনের বাধার সৃষ্টি কিংবা কোনো ধরনের চাপ প্রয়োগের কৌশল মেনে নেয় না, নিতে পারে না। '
সংবাদ সম্মেলনে বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল পরবর্তী কর্মসূচী হিসেবে রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেন৷
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইজে সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন- ডিইউজে সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী৷
১২ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাংবাদিকদের প্রতিনিধিত্বশীল সংগঠনসমূহের নির্বাচিত শীর্ষ নেতাদের ব্যাংক হিসাব চেয়ে বিভিন্ন তফসিলি ব্যাংকে চিঠি দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
ডিএন/এসআইএস