কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের নাজিরারটেক পয়েন্ট থেকে আরো এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম জানান, উদ্ধার হওয়া মৃত যুবক স্থানীয় নাকি পর্যটক সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এর আগে ১৭ সেপ্টেম্বর দুপুর ১টা ও বিকেল ৩টার দিকে সি-গাল পয়েন্ট থেকে আরও দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে দুই দিনে সৈকত থেকে তিনজনের মরদেহ উদ্ধার হলো।
বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এসবি/আরএ