ঢাকা: হেফাজতে ইসলামের নেতা মুফতি রেজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।
ডিবির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, সরকারের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার ও উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন হেফাজত নেতা মুফতি রেজওয়ান রফিকী। এসব অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে নাশকতায় উস্কানির অভিযোগ রয়েছে। এসব বিষয়ে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
গত মার্চে মতিঝিল, পল্টন ও বায়তুল মোকারররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় কয়েকটি মামলা হয়েছে। এসব মামলায় হেফাজতের নেতৃস্থানীয় পর্যায়ের অনেককে গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
পিএম/আরআইএস