ফরিদপুর: ফরিদপুরের সালথার যদুনন্দি ইউনিয়নের ইউপি সদস্য মো. ইমরুল খানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর রিপোটার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিবার সদস্যরা এ দাবি করেন।
সংবাদ সম্মেলন বলা হয়, চাঁদা না দেওয়ার কারণে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ইউপি সদস্য ইমরুল খানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। বর্তমানে সে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সালথা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখনও আসামিদের আটক করতে পারেনি পুলিশ।
হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান ইউপি সদস্যের স্বজনেরা।
সংবাদ সম্মেলনে আহত ইউপি সদস্য ইমরুল খানের স্ত্রী মোসা: ফাহিমা বেগম, মেয়ে মিতু খানম, ছেলে আবদুল্লাহ খানসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান জানান, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এনএইচআর