সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে গণ পরিবহন আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় চালক ও যাত্রীসহ চারজনকে জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পাগলা বাজার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি গণপরিবহনে এ জরিমানা করেছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান।
ভ্রাম্যমাণ আদালতে গণপরিবহন আইন অমান্য ও মাস্ক না পড়ায় মোট চারটি যানবাহনে একজন চালক ও তিনজন যাত্রীকে ৫শ টাকা জরিমানা করা হয়।
এসময় পরিবহন আইন যথাযথভাবে পালন ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে যাতায়াত করতে চালক ও যাত্রীদের কড়া নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
আরএ