ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
গোপালগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বজ্রপাতে হায়াত আলী শেখ (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া বিলে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

তিনি নিজড়া মধ্যপাড়া গ্রামের ইঙ্গুল শেখের ছেলে।

নিজড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) রইচ উকিল জানান, বর্ষা মৌসুমে জমিতে কোনো কাজ না থাকায় হায়াত আলী শেখ বিল থেকে শাপলা তুলে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের ন্যায় আজও তিনি নৌকা নিয়ে নিজড়া বিলে শাপলা তুলেতে যান। তখন হঠাৎ করেই মেঘের গর্জনের সঙ্গে বজ্রপাতের ঘটনা হয়। বজ্রপাতের শব্দে হায়াত আলী শেখ নৌকা থেকে পানিতে পড়ে মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক এইচ.এম জসিম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।