ঢাকা: ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম প্রবর্তিত আর্থশট পুরস্কার পেয়েছে বাংলাদেশের সংস্থা সোল বাজার। প্রথমবারের মতো বিশ্বের ১৫টি সংস্থা আর্থশট পুরস্কারের জন্য মনোনীত হয়েছে।
চলতি বছর আর্থশট পুরস্কারের জন্য ৭৫০টি সংস্থা আবেদন করে। এর মধ্যে প্রথম ধাপে ২০০টি সংস্থাকে বাছাই করা হয়। পরবর্তীতে ১৫টি সংস্থাকে পুরস্কারের জন্য মনোনীত করে। বাংলাদেশের সোল বাজার এনার্জি খাত নিয়ে কাজ করে থাকে।
জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখার জন্য ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রয়েল ফাউন্ডেশন আর্থশট পুরস্কারের উদ্যোগ নেয়। ২০২১ সালে প্রথমবারের মতো এ পুরস্কার ঘোষণা দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘন্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
টিআর/আরবি