ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

রাতের আঁধারে বাড়ি বাড়ি চিরকুটসহ টাকা রেখে গেল কে?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
রাতের আঁধারে বাড়ি বাড়ি চিরকুটসহ টাকা রেখে গেল কে?

কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকায় মাফ চেয়ে চিরকুট লিখে রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরের দরজায় টাকা রেখে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিরকুটে লেখা ছিল- ‘এই টাকাটা ক্ষতি করেছি নিয়ে মাফ করে দেবেন’।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নাগেশ্বরী পৌরসভার সুখাতী ভাটিয়াটারী গ্রামের বেশ কয়েকটি বাড়ির দরজায় স্টাপলার পিন দিয়ে আটকানো ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার নোটসহ চিরকুট পাওয়া যায়।

নাগেশ্বরী পৌর এলাকার সুখাতী ভাটিয়াটারীর বাসিন্দারা জানায়, এ গ্রামের হাসানুর রহমান নিজ বাড়িতে রাতের খাওয়া শেষে ঘরের দরজা লাগিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ করেই মানুষের পায়ের শব্দ শুনে দরজা খুলে বের হয়ে দেখেন অজ্ঞাত এক ব্যক্তি দ্রুত বেরিয়ে যাচ্ছেন। তার পিছু নিয়ে দেখা না মিললেও ফিরে এসে দরজার সামনে স্টাপলার পিন দিয়ে আটকানো ১০০ টাকার নোটসহ চিরকুট পড়ে আছে। চিরকুটে লেখা আছে ‘এই টাকাটা ক্ষতি করেছি নিয়ে মাফ করে দেবেন। ’

পরে স্থানীয়রা শুনতে পান একইভাবে ওই গ্রামের আব্দুল বারেকের ঘরের দরজায় ১০ টাকা, আব্দুস সাত্তারের ঘরের দরজায় ৫০ টাকা, সাইদুরের ঘরের দরজায় ৩০ টাকা, মজনু মিয়ার ঘরের দরজায় ১০০ টাকা রেখে গেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার রুহুল আমিন বাংলানিউজকে জানান, তার নির্বাচনী এলাকার সুখাতী ভাটিয়াটারী গ্রামের বেশ কয়েকটি বাড়ির দরজায় চিরকুটসহ টাকা রেখে যাওয়ার বিষয়টি তিনি শুনেছে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে কি কারণে এমন কাজ করেছে তা আমার বোধগম্য নয়।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এফইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।