ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
মাদারীপুরে কুমার নদে ডুবে শিশুর মৃত্যু পানিতে ডুবে মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে কুমার নদে ডুবে আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে শিশুটি পানিতে পড়ে যায়।

খোঁজাখুজির তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবদুল্লাহ মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের মস্তফাপুর এলাকার আরিফ মৃধার ছেলে। সে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর নানাবাড়িতে বেড়াতে এসেছিল।  

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ তার নানা বাড়ি পেয়ারপুর ইউনিয়নের গাছবাড়িয়া এলাকায় বেড়াতে আসে কয়েকদিন আগে। শনিবার দুপুরে স্থানীয় অন্যান্য শিশুদের সঙ্গে নদীর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে গেলে স্রোতের টানে ভেসে যায়। স্থানীয়রা খোঁজাখুজি করে না পেলে মাদারীপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের বরিশাল জোনের ডুবুরিদল এসে বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে কিছুটা দূরে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ শিকদার বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। কিন্তু নদীতে অনেক স্রোত থাকায় আমরা বরিশাল ডুবুরি দলকে খবর দেই। তারা ঘটনাস্থলের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।